এনজিও পোর্টাল নিলফামারী এর নবায়ন প্রসঙ্গে (২০২০)
প্রিয় এনজিও কর্মকর্তাবৃন্দ,
শুভেচ্ছা !
আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, নীলফামারী জেলার এনজিও পোর্টালের কার্যক্রম আমরা ২০১৪ সাল থেকে দেখাশুনা করে আসছি । আপনাদের সাথে আমাদের কোম্পানির চুক্তি মোতাবেক প্রতি বছর আগষ্ট মাসে ওয়েব পোর্টালে আপনার এনজিও এর মেয়াদ শেষ হয়। বর্তমানে পোর্টালের মেয়াদ আগষ্ট ২০১৯-২০ শেষ হয়েছে। এবং ২০২০-২১ শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যে সকল এনজিও প্রতিষ্ঠান তাদের এনজিও নবায়ন করে নি তাদের একাউন্টি সাময়ীক সংক্রিয়ভাবে বন্ধ হয়েগেছে। যার ফলে অনেক এনজিও তাদের পোর্টালে কার্যক্রম দেখতে পারছেন না। এরই প্রেক্ষিতে আপনাদেরকে আপনাদের এনজিও নবায়ন করার জন্য ১৯-আগষ্ট/২০২০ এর মধ্যে ৫০০/-(পাঁচশত টাকা) বিকাশ একাউন্ট ০১৭২২২৮৫৬০০৪ অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংক একাউন্ট ০১৭২২৮৫৬০০৪৬ এ জমা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
এনজিও পোর্টালের সম্পর্কে যে কোন তথ্য সরাসরি নিম্ন ঠিকানায় যোগাযোগ করে জানতে পারবেন। আপনাদের সকলের প্রচেষ্টায় এনজিও পোর্টাল নীলফামারী আরো ভালোভাবে চলবে এই কামনায় ।
মোঃ হাবিবুর রহমান এসিস্ট্যান্ট টেকনিকাল সাপোর্ট টেক প্লেক্সাস লিমিটেড |
মোঃ মোখলেসুর রহমান মেহেদী এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং টেক প্লেক্সাস লিমিটেড |